”বাংলাদেশ অনলাইন সেন্ট্রাল প্রেসক্লাব (বি.ও.সি.পি.সি) একটি সাংবাদিক সংগঠন।-এর কার্যক্রম পরিচালনার নীতিমালা অনুযায়ী, প্রতি বছর কমপক্ষে একবার জাতীয় কমিটির সভা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা বছরে কমপক্ষে ৪ বার অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটির সভাটি বার্ষিক সাধারণ সভা হিসাবে গণ্য হয়, যেখানে সংগঠনের কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নসহ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপিত ও অনুমোদিত হয়।
জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির সভা প্রতি দুই মাসে একবার অর্থাৎ বছরে কমপক্ষে ছয়বার অনুষ্ঠিত হয়। সকল স্তরের কমিটিই প্রতি বছর বার্ষিক সাধারণ সভা আয়োজন করে। কমিটির মেয়াদ পূর্ণ হলে বার্ষিক সাধারণ সভা থেকে অথবা সম্মেলন আয়োজন করে সকল স্তরে নতুন কমিটি গঠিত হয়। যে কোনো সভার সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের সম্মতিতে গৃহীত হয়।